Home > Terms > 벵갈어(BN) > ট্র্যান্সভার্স সাইনাস ভেনাস থ্রম্বোসিস্ (তির্যক সাইনাস শৈরিক থ্রম্বোসিস্)
ট্র্যান্সভার্স সাইনাস ভেনাস থ্রম্বোসিস্ (তির্যক সাইনাস শৈরিক থ্রম্বোসিস্)
ডান কানের পিছনে মস্তিষ্ক এবং মাথারখুলির মাঝখানের এলাকায় শিরাতে রক্ত জমাট বাঁধার উপসর্গের কথা বলা হচ্ছে৷ ট্র্যান্সভার্স সাইনাস প্রধান শিরাগুলির মধ্যে একটি, যেটা মস্তিষ্ক থেকে রক্ত বাইরে বার করে দেয়৷ ট্র্যান্সভার্স সাইনাস ভেনাস থ্রম্বোসিস্ ব্যাধিটি বিরল কিন্তু মারাত্মক৷ একবার ট্র্যান্সভার্স সাইনাস শিরা অবরুদ্ধ হলে, মাথা এবং মেরুদন্ডের মধ্যে দিয়ে মস্তিষ্কসুষুম্না রস আর প্রবাহিত হতে পারেনা, এর ফলে মস্তিষ্কের সম্ভাব্য ক্ষতি এবং স্ট্রোক হয়৷ ডান এবং বাঁ দু দিকে দুটি ট্র্যান্সভার্স ভেনাস সাইনাস আছে সেই জন্য যদি একটি থ্রম্বোসিসের দ্বারা অবরুদ্ধ হয়, অন্যটিকে প্রকরণগতভাবে ঘুরপথ হিসাবে নিতে পারে৷
0
0
향상
하고 싶은 말
뉴스 속의 용어
추천 용어
ম্যাঙ্গ স্মুদি
পাকা আম দিয়ে স্মুদি বানানো হয়, সেইজন্য উপযুক্ত ঋতুতেই এই স্মুদি উপভোগ্য৷ আম খুব মিষ্ট এবং রসালো ফল৷ পাকা আম-এর গন্ধ বেশ কড়া, সেই কারণণে উত্তম ...